
ইউক্রেনকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য এবং জার্মানি ব্রাসেলসে ৫০টি দেশের একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতির মধ্যেই এমন ঘোষণা এল। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন, প্রতিরক্ষা কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘চাপ তৈরি’ করার জন্য এবং ইউক্রেনে আক্রমণ বন্ধ করতে তাঁকে বাধ্য করার জন্য এই সম্মেলন আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার আগ্রাসন রোধ করার জন্য আমাদের আরও এগিয়ে আসতে হবে।
ইউক্রেনের জন্য যে সহায়তার ঘোষণা করা হয়েছে এতে লাখ লাখ ড্রোন, ট্যাঙ্ক-বিরোধী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
পতিবেদন বলছে, প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য সরবরাহ করবে, যার মধ্যে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে অতিরিক্ত তহবিল পাবে।
প্যাকেজটিতে ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহ করা যানবাহন এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬০ মিলিয়ন পাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে।
সরকার জানিয়েছে, রাডার সিস্টেম, ট্যাঙ্ক-বিরোধী মাইন এবং লাখ লাখ ড্রোনের জন্য ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের একটি ‘ঘনিষ্ঠ যুদ্ধ’ সামরিক সহায়তা প্যাকেজও এই প্যাকেজের অংশ।
জন হিলি বলেন, ইউক্রেনকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে রাখার জন্য এই গোষ্ঠীর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তি বিপন্ন করতে পারি না, যে কারণে প্যাকেজটি ইউক্রেনের সম্মুখ যুদ্ধে সমর্থন বৃদ্ধি করবে।
তিনি বলেন, ২০২৫ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমাদের কাজ হলো ইউক্রেনীয় যযোদ্ধাদের হাতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য থেকে ইউক্রেনের প্রতি সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই তহবিল দেওয়া হয়েছে। গত মাসে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১.৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেন, যার মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে লাভের মাধ্যমে আরও সামরিক সাহায্য প্রদানের জন্য ২.২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়।
ঘোষিত সহায়তা প্যাকেজটিকে ‘ছোট পরিবর্তন’ অভিহিত করে ইউক্রেনকে আরও তহবিল প্রদানের জন্য ব্রিটেনে রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা।
দলের প্রতিরক্ষা মুখপাত্র হেলেন ম্যাগুয়ার বলেন, আমরা ইউক্রেনের প্রতি সমর্থন বৃদ্ধিকে স্বাগত জানাই। পুতিনের বর্বর যুদ্ধ মোকাবিলায় যা প্রয়োজন, তার তুলনায় এই প্যাকেজটি অবশ্য খুবই ছোট।