বিনামূল্যে ৮ দিন ছবি দেখতে পারবে শিক্ষার্থীরা


টাইমস অনলাইনঃ | Published: 2019-01-10 23:51:08 BdST | Updated: 2024-05-19 15:47:42 BdST

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিনামূল্যে ছবি দেখতে পারবে শিক্ষার্থীরা। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) থেকে চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের উৎসব আয়োজন করা হয়েছে।

দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য ম হামিদ, উৎসবের অন্যতম জুরি ইলিয়াস কাঞ্চনসহ অন্যরা উপস্থিত ছিলেন

বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ উৎসবের উদ্বোধন করবেন। তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী চলচ্চিত্র থাকছে ‘‌দ্যা গেস্ট’। ছবিটি তুরস্ক ও জর্ডানের যৌথ প্রযোজনায় তুর্কি নির্মাতা আন্দাজ হাজানেদারগলু নির্মাণ করেছেন।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় এবারের উৎসবের ছবিগুলো দেখানো হবে।

এর মধ্যে যমুনা ব্লকবাস্টার ছাড়া অন্যগুলোতে বিনামূল্যে ছবি দেখতে পারবে শিক্ষার্থী। এজন্য শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হবে।

এবারের উৎসবে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে । এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১২২টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬টি।