ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে সংগীত উৎসব


ঢাবি টাইমস | Published: 2019-01-23 03:11:57 BdST | Updated: 2024-05-19 15:47:45 BdST

তিবছরের মতো এবারও আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে দুইদিন ব্যাপী ‘সংগীত উৎসব-২০১৯’। মঙ্গলবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজকরা।

দুইদিন ব্যাপী এ উৎসবে শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ধারা পরিবেশনায় থাকবেন বিভাগের শিক্ষক প্রিয়াংকা গোপ, মোহাম্মদ শোয়েব এবং ঋতুপর্ণা চক্রবর্তীসহ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী। উৎসবে সংগীত অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে।

এছাড়া প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ গুণীজন সম্মাননা ও নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। এবার সম্মাননা বৃত্তিতে ভূষিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাচিন্তক স্বর্গীয় ড. মৃদুলকান্তি চক্রবর্তী এবং শাস্ত্রীয় সংগীতকার পণ্ডিত মদন গোপাল দাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উৎসবটি সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার মধ্যে দিয়ে শুরু হয়ে সংগীতানুষ্ঠানের মাধ্যমে রাত ১০টায় শেষ হবে। উৎসবে সংগীত পরিবেশনা ও কর্মশালার মাধ্যমে প্রাণবন্ত করতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত শিল্পী ও শিক্ষক অধ্যাপক অলোক চট্টোপাধ্যায়, অধ্যাপক বিশ্বজিৎ সাহু, অধ্যাপক শুভায়ু সেন মজুমদার, অরূপ দে, স্বাগত মুখার্জী, শ্রীলংকার সংগীতজ্ঞ ড. চিন্তক প্রগীত মেড্ডোগোডা।

এছাড়াও বাংলাদেশের প্রথিতযশা সংগীতশিল্পীদের মধ্যে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসিত রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজওয়ান আলী, শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিল কুমার সাহা, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর অধ্যাপক অসিত দে, সরকারী সংগীত মহাবিদ্যালয়ের অধ্যাপক শিউলি ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের মাননীয় ডীন অধ্যাপক ড. আবু মুহম্মদ দেলোয়ার হোসেন, ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত ড. আদর্শ সোয়াইকা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন অর রশীদ,বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. শাহনাজ নাসরীন ইলা, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান টুম্পা সমাদ্দার, সহকারী অধ্যাপক আজিজুর রহমান তুহিন, সহকারি অধ্যাপক প্রিয়াঙ্কা গোপ, সহকারী অধ্যাপক দেবপ্রসাদ দাঁ, সহকারী অধ্যাপক এনামুল হক, প্রভাষক স্বরূপ হোসেন এবং খণ্ডকালীন শিক্ষক মেহফুজ আল ফাহাদ।

উল্লেখ্য, সংগীতের উৎকর্ষ সাধনে নিবেদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ২৪ বছর অতিক্রম করেছে। সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষায় এর শিক্ষা কারিকুলামে বাংলাদেশের উপজীব্য লোকসংগীত, শাস্ত্রীয়সংগীত, রবীন্দ্রসংগীত এবং নজরুলসংগীতসহ বাদ্যযন্ত্র, সংগীত প্রযুক্তি ও বিজ্ঞান, সংগীত গবেষণা, পাশ্চাত্যসংগীত, এথনো মিউজিকলজি, সংগীত-ইতিহাস, সংগীত রচনা কৌশল ও কম্পোজিশন অন্তর্ভূক্ত রয়েছে।