
কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত-পাকিস্তান। কয়েকদিন ধরেই দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে একপ্রকার ‘যুদ্ধ-যুদ্ধ’ পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলা করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যায়িত এই সামরিক অভিযানকে পর্দায় ফুটিয়ে তুলতে এরই মধ্যে মরিয়া বলিউডের বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠান। কেউ কেউ অপারেশন সিঁদুর নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পোস্টার থেকে শুরু করে টিজারও প্রকাশ করে ফেলেছেন!
এই সামরিক অভিযানকে কেন্দ্র করে যৌথভাবে নির্মিতব্য একটি ছবির পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামে দুটি প্রযোজনা সংস্থা, যা পরিচালনার দায়িত্বে উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। কিন্তু এ নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক শুরু হলে ক্ষমা চেয়ে সিনেমাটির পোস্টার সরিয়ে নেন পরিচালকরা।
গত শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনেন উত্তম ও নিতিন। আর সেই পোস্টার দেখে বেজায় চটেন ভারতীয় নেটিজেনদের একাংশ। সামাজিকমাধ্যমে নিন্দা ও কটাক্ষের ঝড় উঠে।
এরপরই ক্ষমা চেয়ে পোস্টারটি দ্রুত সরিয়ে নেন উত্তম মাহেশ্বরী। পোস্টার প্রকাশ্যে আনার পরই নির্মাতাদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কারও মন্তব্য, ‘জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।’ কেউ-বা এ ধরনের ঘটনাকে সরাসরি ‘নির্লজ্জ, লোভী’ বলে কটাক্ষ করেছেন।
এর আগে শোনা গিয়েছিল যে, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বলিউডে সিনেমা বানাতে নাম নথিভুক্তকরণের হিড়িক পড়েছে! কমপক্ষে ১৫টি প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়বস্তু নিয়ে সিনেমা বানাতে এরই মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানান।