পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বাসের নামে প্রহসন!


নাজমুল ইসলাম | Published: 2021-07-15 00:51:59 BdST | Updated: 2024-03-28 19:06:28 BdST

সাধারণ শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে ছাত্রলীগের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বাস দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং রোডম্যাপও প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। তবে অনেক চেষ্টার পর শিক্ষার্থীরা বাস পেলেও বিপত্তি সৃষ্টি হয়েছে রোডম্যাপ নিয়ে।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুল কতৃক স্বাক্ষরিত ১৩ জুলাই মঙ্গলবার প্রকাশিত রোডম্যাপ অনুসারে আগামী ১৬ জুলাই শুক্রবার এলেঙ্গার (টাঙ্গাইল জেলার একটি পৌরসভা) উদ্দেশ্যে ৩টি বাস, রংপুর বিভাগের উদ্দেশ্যে ২টি বাস এবং বগুড়া জেলার উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে যাবে।

পরের দিন ১৭ জুলাই শনিবার রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ৩টি বাস, ঝিনাইদহ জেলার উদ্দেশ্যে ২টি বাস এবং কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে ১টি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

এদিকে পাবনায় আটকা পড়া খুলনা বিভাগের প্রায় ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৩৮ জনসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও ঢাকার শিক্ষার্থীদের জন্য কোন বাস দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “পাবনার পাশ্ববর্তী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ ও নিকটবর্তী বিভাগ রাজশাহীতে এতগুলো বাস দেওয়া অযৌক্তিক। বাসগুলো মূলত বেশি প্রয়োজন দূরবর্তী বিভাগের শিক্ষার্থীদের, যাদের বাড়ি ফিরতে অনেক ঝামেলা পোহাতে হয়।”

ভুক্তভোগী শিক্ষার্থী রাশেদ রাতুল ক্যাম্পাস টাইমসকে জানান, “এলেঙ্গা কোন বাস স্টপেজ বা কোন জেলা বা বিভাগীয় স্থান নয়, যেখানে ৩টি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে আসবে। সেখানে ৩টি বাসের শিক্ষার্থীরা অনেক প্রতিকূলতার মুখোমুখি হবে বাড়ি পৌঁছাতে। সেখানে সচরাচর যানবাহন পাওয়া দুষ্কর।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো: কামরুজ্জামান ক্যাম্পাস টাইমসকে জানান, “এখানে আমার করার মতো তেমন কিছু নেই, আমাকে কর্তৃপক্ষ যেকোন নির্দেশ দিলেই আমি স্বাক্ষর করে দেবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং সহকারী প্রক্টর ফারুক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানি না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ফরিদুল ইসলাম বাবু ক্যাম্পাস টাইমসকে জানান, ‍‍“আমরাই আবেদন করি সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বাস দিতে।কিন্তু এটা দুঃখজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোন আলোচনা না করেই হঠকারিতায় এমন অযৌক্তিক রোডম্যাপ প্রকাশ করেছে। আমরা এমন সিদ্ধান্তের নিন্দা জানাই এবং এ কর্যক্রম বয়কট করলাম।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৫ জুলাই থেকে পূর্বের স্থগিত হওয়া পরীক্ষা এবং ২৬ জুলাই থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্ব-শরীরে নেওয়ার সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই করোনাকালীন সময়েও পাবনা আসেন পরীক্ষা দিতে। পরবর্তীতে শাটডাউনের ঘোষণা আসলে পরীক্ষা স্থগিত করা হয় এবং শিক্ষার্থীরা বাড়ি ফিরতে বিপাকে পড়েন। তারই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বাস প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

//