ইংরেজি লেখার দক্ষতা বাড়াতে যা প্রয়োজন


ঢাকা | Published: 2019-07-24 10:16:08 BdST | Updated: 2024-05-18 10:40:16 BdST

আধুনিক বিশ্বের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইংরেজি—যা প্রকাশনা, ইন্টারনেট, বিজ্ঞান, শিল্প, অর্থ, খেলা, রাজনীতি এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে।

ব্রিটিশ কাউন্সিলের তথ্যমতে, এই মুহূর্তে বিশ্ব জুড়ে ১৫০ কোটি মানুষ ইংরেজি শেখার চেষ্টা করছে। সামনের বছর নাগাদ সেই সংখ্যা দাড়াতে পারে ২০০ কোটিতে। কিন্তু ইংরেজি ভাষা শেখার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষা ভালোভাবে লেখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ইংরেজি ভাষা ভালোভাবে লেখার বিষয়টি রপ্ত করা জরুরি।

ইংরেজি ভাষা ভালোভাবে লেখার সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এসেছেন ভাষা গবেষক বেঞ্জামিন ড্রেয়ার। এজন্যই তিনি কিছু কৌশল বাতলে দিয়েছেন।

সঠিক ইংরেজি লেখা শুরু করুন: যদিও এ ব্যাপারে আন্তর্জাতিক কোনো নিয়ম নেই, তবে আপনি বেশ কিছু অর্থ এড়িয়ে চলতে পারেন, যা বেশিরভাগ মানুষের লেখায় অযথা ব্যবহার হয়ে থাকে। তার মতে, এই কৌশল অনুযায়ী চলতে পারলে ইংরেজি লেখা অন্তত ২০ শতাংশ ভালো হয়ে যাবে।

কিছু নিয়মের বিষয়ের বাইরে গিয়ে ভালো করে তুলুন: ড্রেয়ারের মতে ইংরেজির ক্ষেত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়, যার উৎপত্তি এবং গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ হতে পারে। আপনাকে এর আগে যাই বলা হোক না কেন, ভালো লেখার ক্ষেত্রে এগুলোর আসলে কোন ভূমিকা নেই। এগুলোকে বলা যেতে পারে ‘নিয়মহীন’, যেগুলো বিদ্যালয়ে পড়াশুনা করার সময় বা বড় হয়ে ওঠার সময় নানাভাবে আমাদের মাথার ভেতর ঢুকে গেছে।

ড্রেয়ারের পরামর্শ হচ্ছে, এসব বিষয় স্মরণে রাখতে হবে এবং বাদ দিয়ে দিতে হবে। আপনাকে হয়তো বলা হয়েছে যে, and অথবা but দিয়ে বাক্য শুরু করা ঠিক নয়। অনেক সময় হয়তো এটি সত্যিই নানা বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু এটা করাই যাবে না, এমন কোন আইন নেই। ইংরেজি ভাষায় এমন অসংখ্য উপাদান আছে যা হয়তো কোন বাক্য শুরু করার জন্য সেরা উপায় নয়, কিন্তু সেভাবে করলে ভুলও হবে না।

ড্রেয়ার বলেন, এই পরামর্শ আমি তাকেই দেবো যিনি ভালো লেখক হতে চান।' ছোট্ট একটা পরীক্ষা করে দেখুন। আপনি পছন্দ করেন এমন একটি লেখা বেছে নেন এবং সেটি প্রতিটা শব্দ আবার কপি করে লিখুন। এটা আপনি হাতে লিখতে পারেন অথবা কম্পিউটারে। কিন্তু প্রিয়কোন লেখা আবার লেখার মাধ্যমে আপনি সেটার ছন্দ টের পাবেন, শব্দ বাছাই বুঝতে পারবেন, যতি চিহ্নের ব্যবহার জানবেন....আপনার আঙ্গুল এমন কিছু চমৎকার ব্যাপার তৈরি হবে, যা আপনার মস্তিষ্কেও চলে যাবে। এই ভাবে আপনি দ্রুত অনেক কিছু শিখতে পারবেন। ভালো লেখার কৌশল আয়ত্ত করার জন্য এটা সহজ এবং দ্রুত একটি কৌশল।

তার মতে, ব্যাকরণ যাচাই করার জন্য যেসব সফটওয়্যার রয়েছে সেগুলো যদি এতোই ভালো হতো, তাহলে আমি কোন চাকরি পেতাম না। কারণ বাস্তবতা হলো, সেগুলো আসলে ততটা ভালো নয়। যা করার জন্য এগুলো তৈরি করা হয়েছিল, সেটি আসলে তারা করতে পারে না। এগুলো খুব সহজ নয়। এগুলো বুঝতে পারে না, কখনো কখনো নিয়ম ভাঙ্গা হচ্ছে ব্যাকরণের পবিত্র বিধান, যা আপনি আপনার লেখায় আনতে চান। এমনকি বানান পরীক্ষা সফটওয়্যারের ওপরেও পুরোপুরি নির্ভর না করার পরামর্শ দিয়েছেন ড্রেয়ার।

মি. ড্রেয়ারের মতে, বছরের পর বছর ধরে মানুষজনের ভেতর অনানুষ্ঠানিক ইংরেজির ব্যবহারের পরে এখন কোনটা সঠিক বা আসলে মানসম্পন্ন ইংরেজি, সেটা বলা কঠিন হতে পারে। কিন্তু আপনি যদি পেশাদারি কোন কাজে ইংরেজি ব্যবহার করেন, তখন সেটা পরিষ্কার আর নির্ভুলভাবেই লেখা দরকার। কারণ যখন অন্যরা সেটি পড়বে, তারা যেন তার অর্থ ঠিকভাবে বুঝতে পারে যে, আপনি কি বলতে চেয়েছেন।-বিবিসি

ইত্তেফাক/এমআর