আধুনিক ও উন্নত শিক্ষার দাবিতে হাঙ্গেরিতে শিক্ষার্থীদের মিছিল


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-20 06:04:09 BdST | Updated: 2024-05-17 07:51:49 BdST

হাঙ্গেরির কয়েক হাজার উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী তাদের শিক্ষা ব্যবস্থায় উন্নতি ও আধুনিকায়নের দাবিতে জাতীয় সংসদের বাইরে সমাবেশ ও মিছিল করেছে। 

অনেক শিক্ষার্থী ফেসবুকের "এংরি" ইমোজিস হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। অএনেক আবার দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনকে একনায়কত্ব হিসেবে চিহ্নিত করে স্লোগান দিতে থাকেন। 

প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কিছু স্কুল জাতীয়করণ করেছে এবং পাঠ্যপুস্তক প্রকাশের উপর কঠোর নিয়ন্ত্রণ স্থাপন করেছে। এতে ক্ষুব্ধ দেশটির শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

দেশটির ছাত্র অন্দরস বৌণেয়ার সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন " আমাদের শিক্ষার ব্যবস্থা অযৌক্তিক চিন্তাধারা, দুশ্চিন্তাগ্রস্ত ও অনিশ্চয়তায় পর্যবসিত হয়েছে।'' 

বিক্ষোভকারীরা কুকি-কাটার শেখার পরিবর্তে শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করার দাবি জানায়।

এবিসি নিউজ আমেরিকা থেকে অনূদিত 

বিডিবিএস