ভারতের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পড়তে হবে বেদ-পুরাণ-তর্কশাস্ত্র


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-27 07:39:32 BdST | Updated: 2024-05-17 08:16:43 BdST

এবার থেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রছাত্রীদের পড়তে হবে বেদ-পুরাণ। All India Council for Technical Education (AICTE)-র নতুন নির্দেশিকায় একথা উল্লেখ করা হয়েছে। গত বুধবার ওই নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

শুধু দেব, পুরাণ, তর্কশাস্ত্রই নয়, এবার থেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রদের জানতে হবে সংবিধানও। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পাঠ চালু হবে বলে জানা গিয়েছে।

বাধ্যতামূলকভাবেই পড়ানো হবে এইসব বিষয়গুলি। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ক্যারিকুলাম আপডেট ছাত্রছাত্রীদের অধিকার।--- কোলকাতা২৪

বিডিবিএস