কলকাতা বিশ্ববিদ্যালয় ফেলের রেকর্ড, ছাত্রীর আত্মহত্যা, বিক্ষোভ


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-31 23:13:28 BdST | Updated: 2024-05-17 08:15:37 BdST

নয়া রেকর্ড গড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। বলা যেতে মুকুটে যোগ হল নতুন পালক। তবে তা কলঙ্কের।

সার্ধ শতবর্ষ প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রেকর্ড গড়ল অকৃতকার্য হওয়ার ক্ষেত্রে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পাশ করতে পারল না স্নাতক স্তরের প্রথম বর্ষের পরীক্ষায়।

প্রথম বর্ষ তথা পার্ট ওয়ানের পরীক্ষায় কলা বিভাগে ৫৭.৫ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। এই ফল এককথায় রেকর্ড। অন্যদিকে বিজ্ঞান শাখায় এই অঙ্কটা ২৯ শতাংশ। গত শিক্ষাবর্ষের তুলনায় বিজ্ঞান বিভাগে এই ফল অনেকটাই খারাপ।

খুব স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের এই ধরনের ফল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। সাম্প্রতিককালে এত খারাপ ফলাফল কখন হয়নি এই বিশ্ববিদ্যালয়ে। শেষ কবে এই ধরনের ফলাফল হয়েছিল তাও মনে করতে পারছেন না শিক্ষা জগতের কর্তারা। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিডিবিএস