শিক্ষকদের জন্য বরাদ্দ করা বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৭ এপ্রিল) অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপ-পরিচালক মো. শামসুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-১৪২৯ এর সরকারি অংশের ৪টি চেক ছাড় করা হয়েছে।
অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে রোববার এই চেক হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে বৈশাখী ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।