
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় গায়ক পবনদীপ রাজন। দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্থানান্তর করা হয়েছে কেবিনে। সামাজিক যোগাযোগমাধ্যমে গায়কের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ছবি।
প্রসঙ্গত, গত সোমবার ভোররাতে (৩টা ৪০ মিনিটে) আহমেদাবাদগামী পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন পবনদীপ। গুরুতর আহত গায়কের শরীরে একাধিক হাড় ভেঙেছে। ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম অস্ত্রোপচার, যা চলে টানা ছয় ঘণ্টা। এখন চলছে দ্বিতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি।
গায়কের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, পবনের দুর্ঘটনার পর থেকে আপনারা যেভাবে পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, ভালবাসা দিয়েছেন—তাতেই আমরা আশ্বস্ত। পবন এখন অনেকটাই সুস্থ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমাদের।
জানা যায়, এই সময় শিল্পীর পাশে আছেন পবনের পরিবারের সদস্য, ঘনিষ্ঠজনেরা। নিয়মিত খোঁজ নিয়েছেন পবনের ঘনিষ্ঠ বন্ধু ও সংগীতশিল্পী অরুণিতা কাঞ্জিলালও। ব্যস্ততার কারণে দুর্ঘটনার পর সরাসরি না যেতে পারলেও তিনি প্রত্যেক মুহূর্তে পবনের আপডেট নিচ্ছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
দুর্ঘটনা প্রসঙ্গে জানা গেছে, আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বেরিয়েছিলেন পবন। গাড়ির চালক সম্ভবত ক্লান্তি বা নিদ্রার কারণে নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকে। দুর্ঘটনায় চালকসহ আরও একজন যাত্রী গুরুতর আহত হন।
মারা গেছেন থ্রি ইডিয়টস অভিনেতা মাধবমারা গেছেন থ্রি ইডিয়টস অভিনেতা মাধব
উল্লেখ্য, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা পবনদীপ ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিজয়ী হন। অডিশন পর্ব থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ওই আসরে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছিলেন অরুণিতা কাঞ্জিলাল।