বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের পিঠা উৎসব


শাহরিয়ার আমিন | Published: 2018-01-15 23:48:53 BdST | Updated: 2024-05-04 20:40:37 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটারেক্ট ক্লাবের আয়োজনে ‘পিঠা উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) ডরমেটরিতে ওই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে পাটি সাপটা, কেক পিঠা, ঝাল পিঠা, কুলি পিঠাসহ ১১ রকমের পিঠা পরিবেশন করা হয়।

পিঠা উৎসবে রোটারেক্টর রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. রফিকুল ইসলাম, শিক্ষক অধ্যাপক ড. মাছুমা হাবিব, বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার। এসময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ফারুক খান পাঠান, সভাপতি রোটারিয়ান শওকত হোসেন, সাধারণ সম্পাদক রোটারিয়ান ইমরান ওমর, সদস্য রোটারিয়ান রকিবুর হাসান খান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রোটারেক্টর নিশাত জাহান নুর। উৎসবে রোটারেক্ট ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএন/ ১৫ জানুয়ারি ২০১৮