দেশের অধিকাংশ মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পক্ষে: ঢাবি শিক্ষক


মোঃ মজিবুর রহমান | Published: 2017-08-29 07:28:18 BdST | Updated: 2024-05-05 00:54:48 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মোঃ মজিবুর রহমান মনে করেন, রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের অধিকাংশ মানুষ বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তাদের মতামত দিবে।

তিনি তার ফেসবুকে লিখেছেন, আরকানে রোহিঙ্গা হত্যাযজ্ঞ চলছে। সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। অবিলম্বে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরী। বাংলাদেশের যেহেতু বিশ্বের বিভিন্ন সংঘাতময় দেশে জাতিসংঘ শান্তি মিশনে সুনাম ও দক্ষতার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেহেতু মিয়ানমারের আরকান রাজ্যে বাংলাদেশ হতে শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা যেতে পারে।

তিনি আরও লিখেছেন, ''রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে আরোও শক্ত অবস্থান নিতে হবে। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সাথে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।''

'প্রতিবেশী দেশ হিসেবে এই নরহত্যা আমাদের নিত্য প্রত্যক্ষ করতে হচ্ছে এবং আমাদের ওপর এর প্রভাব পড়ছে অধিক। তাই রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে প্রধান ভূমিকা পালন করতে হবে।''

এই শিক্ষকের মতে, ''সরকার যদি এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালনে দ্বিধাগ্রস্ত হন কিংবা অস্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে দেশে এ বিষয়ক একটি গণভোট হতে পারে। আমার বিশ্বাস, দেশের অধিকাংশ মানুষ বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তাদের মতামত দিবে। কতিপয় ব্যক্তির সিদ্ধান্তহীনতা, নিষ্ক্রিয়তা ও অবহেলার কারণে সমগ্র মানবজাতির নিকট জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ ও কলঙ্কিত হবো কেন?'' 

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া 

লেখকঃ এসোসিয়েট প্রোফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

এমএসএল