কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতঃ আশিক


টাইমস অনলাইনঃ | Published: 2019-05-17 10:19:54 BdST | Updated: 2024-06-02 02:36:08 BdST

ছাত্রলীগের সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সম্পাদক হয়েছেন ঢাবি ভিসি পুত্র আশিক খান। যিনি হলি ফ্যামিলি মেডিকেলের শিক্ষার্থী। ঢাকা জেলা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

আশিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাথে অনেক আগ থেকেই জড়িত। কেন্দ্রীয় কমিটিতে আসার আগে ছাত্রলীগে আমার আরও তিনটি পোস্ট ছিল। ঢাকা কলেজ ছাত্রলীগ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগের অন্যতম সক্রিয় কর্মী ছিলাম। ঢাকা জেলা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলাম।

তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ঢাকা -৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ছিলাম।

আশিক ছাত্রলীগের প্রায় সকল কর্মসূচীতেই অংশ নিয়ে থাকেন।

''বাংলাদেশ ছাত্রলীগের অধিকাংশ কর্মসূচীতে আমি নিয়মিত যাই। যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগে ছিলাম, তাই আমার সংগঠনের সাথেই বেশি থাকতাম। আর আমি রাজনৈতিক ছবি শেয়ার কম করতাম।'' 

অনেকে বলছেন ভিসিপুত্র কীভাবে ছাত্রলীগের পদ নেয় কিন্তু আমার কথা হচ্ছে, আমি একজন স্বাধীন মানুষ, বাংলাদেশের নাগরিক। আমি ভিসিপুত্র বলে কি আমার রাজনৈতিক অধিকার নেই?