চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাবিতে অনশন, বিভাগে তালা


Abu Saleh Shoeb | Published: 2024-05-29 18:24:35 BdST | Updated: 2024-09-08 05:37:50 BdST

মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের ৩৫ শিক্ষার্থী আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে। বিভাগের মূল গেটেও তালা ঝুঁলিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে বিভাগের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আগামী জুলাই মাসে বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৬ মে তাদের উপস্থিতির ফলাফল দেওয়া হয়। সেখানে মাস্টার্সের ১১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জনকে ডিসকলিজিয়েট করা হয়েছে। আগামী ৩ জুন পরীক্ষার ফর্মফিলাপ শেষ তারিখ। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে কোনো উপায় না পেয়ে আজকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মায়ের ক্যান্সারের কারণে দীর্ঘদিন ক্লাস করতে মানিক মিয়া। তিনি জানান, নির্বাচনের পর আমার মায়ের ক্যান্সার ধরা পড়লে আমার মায়ের কাছে চলে যাই। তখন ক্লাস করতে পারিনি। দুর্ভাগ্যক্রমে মা ২৫ ফেব্রুয়ারি মারা যান। এরপর থেকেই আমি মানসিকভাবে ভেঙ্গে পড়ি। বাড়ি থেকে জানালো যে, স্যারদের বললে তোকে পরীক্ষা দিতে দিবে কিন্তু এখন স্যাররা সুযোগ দিচ্ছেন না।

ফারহানা রিনি নামে আরেক এক শিক্ষার্থী বলেন, আমাদের ৩৫ জনকে পরীক্ষা দিতে না দেওয়ায় আজকে আমরা এখানে বসেছি। আমরা বারবার ডিপার্টমেন্ট গিয়েছি স্যারদের অনুরোধ করেছি। কিন্তু স্যার কিছুতেই পরীক্ষা দিতে দিচ্ছেন না। এর আগে বড় ভাইরা উপস্থিতি কম থাকার পরও তাদের পরীক্ষা দিতে পেরেছে কিন্তু আমাদের কেন দিচ্ছে না। এখন ইয়ার সিস্টেম হওয়ার কারণে আমাদের আরো একবছর থাকতে হবে। এমনিতে করোনার কারণে ২ বছর বেশি লাগছে।

এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, আমরা বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক মিটিংয়ে আলোচনা করবো। সেখানে সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাবো।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, শিক্ষার্থীদের সমস্যা থাকতেই পারে, মানবিক দিক বিবেচনা করে শিক্ষকরা সেটা দেখতে পারে। কিন্তু ক্লাসে যদি ছাত্ররা উপস্থিতিই না থাকে তাহলে শিক্ষকরা কিভাবে উপস্থিতি দেখাবে। যেসব শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদেরকে যদি শিক্ষকরা মার্কস দেয় তাহলে যারা নিয়মিত ক্লাস করে তাদের সাথে অন্যায় করা হবে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।