সিন্যাপ্স র‍্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি


Desk report | Published: 2024-05-27 17:35:14 BdST | Updated: 2024-07-27 08:26:23 BdST

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র‍্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

গতবছর প্রকাশিত র‍্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

তবে সম্প্রতি ২০২৪ সালের ভিত্তিতে প্রকাশিত র‍্যাংকিংয়ে প্রথম স্থানে জায়গা করে নেয় শাবিপ্রবি। সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।