স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দের


Desk report | Published: 2024-05-31 09:34:18 BdST | Updated: 2024-09-08 06:58:54 BdST

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ মে) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ১ এ শাখা ছাত্রলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে নেতাকর্মীরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।

ছাত্রলীগের শাখা সভাপতি মো. আলমগীর হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সদস্যদের নিয়ে আনন্দ মিছিল করে সন্ধ্যায় ফানুস ওড়ান ও আতশবাজি ফোটান। এছাড়া ছাত্রলীগের রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানো এবং মেয়েদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদান, অনুষদ ভিত্তিক ছাত্রলীগের কমিটি প্রদান, পার্টি অফিস স্থাপন, গরীব শিক্ষার্থীদের এনরোলমেন্ট সহযোগিতা প্রদান, নিয়মিত ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রমসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু বলেন, আমরা একেবারে নবীন। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সকলের কথা শুনবো।

তিনি বলেন, কোন ব্যক্তির অপরাধের দায়ভার সংগঠন নিবে না। ছাত্রলীগের কোন সদস্য অন্যায় করলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।