উল্টা পথে পাবলিক বাস, ঢাবির বাস ঠিকই জ্যামে আটকে থাকল (ভিডিও)


Ahmed Mostak | Published: 2017-08-07 06:44:04 BdST | Updated: 2024-07-01 09:04:38 BdST

৯ঃ৪০ এর চৈতালী (ঢাবির বাস), ছাড়ে মিরপুর ১২ থেকে। আমার স্টপেজ পূরবী, বাসে যখন উঠলাম তখন প্রায় ৯ঃ৪৫ বাজে। ৬-৭ মিনিটেই চলন্তিকা পার হলাম রাস্তা ফাকা থাকায়। এর একটু পরেই প্রায় ১৫ মিনিটের বাজে রকমের জ্যাম, নেক্সট স্টপেজ মিরপুর ২। জ্যামে বাসের চাকা যখন অবশ হবার উপক্রম- ২-৩ জন নেমে গেলাম সিগনালে, জ্যাম এর কারণ এবং অবস্থা জানতে। দেখলাম সিটি করপোরেশান সেই টিপিকাল রাস্তা সংস্করণের কাজ চলতেছে। তাই একটা একটা করে বাস/কার/রিক্সা মোড় পার করতেছে, যার ফলে সিগনাল ছাড়লেও জ্যাম ছাড়তে সময় লাগতেছে এত বেশী। আমার ক্লাস শুরু হবে ১০ঃ৪০ এ, ক্লাস টা করতে পারবো -এই আশায় বাসে উঠছিলাম; তাই ট্রাফিক পুলিশের কাছে সিগনাল ছেড়ে বাস টা কে যেতে দেয়ার জন্য অনুরোধ করতেই উনি বললেন "জ্যাম দেখছেন তো রঙে যাইতে পারলেন না?" কথাটা শুনে কষ্ট পাবো নাকি নস্টালজিক হবো সেই সিদ্ধান্ত নেয়ার আগেই অবচেতন মনে রঙ সাইডে চোখ চলে গেল। এবার আসে প্লট টুইস্ট...

দেখলাম, যারা প্রতিদিন ফোনে ফুল চার্জ দিয়ে ক্যামেরা অন করে রাস্তায় অপেক্ষায় থাকেন কখন কোন লাল বাস রঙে যাবে, আর সেটা রেকর্ড করে ফেমাস হবার নিশ্চিত সুযোগ লুফে নিবেন, -তাদের মতই অন্যান্য প্রাইভেট কার/লোকাল বাস/বাইক আরোহী জনগণ (অ্যালং উইথ পুলিশ) ধৈর্যের পরীক্ষায় অকৃতকার্য হয়ে রঙে যাচ্ছিলেন।

এখন সেই কি-বোর্ড কাপানো প্রতিবাদী জনতার প্রতিকৃয়া দেখার অপেক্ষায়...
F.A.Q:
১। আপনি কিছু বললেন না কেন?
--> ভাই ক্লাস এর সময় ছিল না, তাছাড়া এমনেও সন্ত্রাস ট্যাগ খাইতে হয় কিছু না করতেই।
২/ কবে, কোথায়, কখন এটা হইছে?
আজকে 06.08.2017, সকাল ১০ঃ০৬, স্টেডিয়ামের পাশের রাস্তায়।

 

এমএসএল