স্মার্টফোনে সময় নষ্ট নয়, বইমুখী হওয়ার আহ্বান ঢাবি ভিসির


ঢাবি টাইমস | Published: 2020-02-06 08:38:22 BdST | Updated: 2024-05-12 14:02:38 BdST

জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ উপলক্ষ্যে একটি আনন্দ শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্বদ্যিালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড.আবু মো. দেলোয়ার হোসেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের বিভাগের শিক্ষক অধ্যাপক মো. সাইফুল ইসলাম, এস এম জাবেদ আহমদ, সহযোগী অধ্যাপক রওশন আক্তার এবং সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিভাগের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দুইটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা এই দিবসটি পালন করছি। সেটি হলো এটি মুজিব বর্ষ একই সাথে এটি ভাষার মাস। তাই এই ভাষার মাসে জাতীয় গ্রন্থাগার দিবসের উদযাপন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার সেটি যখন মুজিববর্ষে হয় তখন এর গুরুত্ব আরো বেড়ে যায়। এই বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

তিনি বলেন, এই প্রতিপাদ্যটি যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। একই সাথে বর্তমাসে আমাদের বই পড়ার কোন বিকল্প নেই। আমরা চাইলে অনেক ধরনের বই পড়তে পারি। কিন্তু একটি প্রিন্ট বই পড়ে যে আনন্দ পাওয়া যায় তা অন্য কোন ধরনের বইয়ে পাওয়া যায় না। তাই আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো স্মার্ট ফোনে খুব বেশি সময় নষ্ট না করে বইমুখী হওয়ার জন্য। ইনক্লুসিভ সমাজ বিনির্মাণে আমাদের বই পড়ার কোন বিকল্প নেই।

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, গত দুই বছর থেকে আমরা এই দিবসটি পালন করছি। এজন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমাদের এই লাইব্রেরিয়ান পেশাটার উৎকর্ষ সাধন করা এবং আমাদের এই বিভাগকে সারাদেশে ছড়িয়ে দিতে সাহায্য করবে। একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাতে আমাদের এই বিভাগটি চালু হয় এর চেষ্টাও করতে হবে।

তিনি বলেন, আমাদের অন্যতম দাবি বিসিএস শিক্ষা ক্যাডারের আমাদের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা। আমরা এই দিবসটির মাধ্যমে এর দাবি জানাচ্ছি।

অধ্যাপক ডক্টর এস এম জাবেদ আহমদ, এই দিবসটির তাৎপর্য আমাদের কাছে অনেক এর মাধ্যমে আমরা লাইব্রেরিয়ান পেশাটাকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। এর উদ্দেশ্যে পরবর্তী বছরগুলোতে আমরা আরো বৃহৎ পরিসরে দিনটিকে উদযাপন করব।