ঢাবি স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


DU times | Published: 2020-02-13 11:34:49 BdST | Updated: 2024-05-12 20:27:52 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মো. আরিফ হোসেন ও মো. ইকরামুল আলম আসিফ যৌথভাবে চ্যাম্পিয়ন এবং ওবায়দুর মিয়া ও মেহেদী হাসান চৌধুরী যৌথভাবে রানার্স-আপ হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উভয় অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা প্রফেসর ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এফ রহমান হল ছাত্র সংসদের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এই মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি ব, হলের ভিপি আব্দুল আলীম খান ও জিএস রহিম সরকার নিয়মিত কাজ করে যাচ্ছেন । আমি কয়েকবার হল ঘুরে এসেছি। তারা শিক্ষার্থীদের জন্য নানান উদ্যোগ নিয়েছেন।

'হলের খাবারের মান এবং পরিবেশ উন্নয়নে তারা নিয়মিত কাজ করছেন বলে আমি জানতে পেরেছি। তাদের সর্বাত্মক সহযোগিতা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে'।

জানা গেছে, এফ রহমান হল ছাত্র সংসদ শুরু হওয়ার পর থেকে হলটিতে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং নিয়মিত সভা সেমিনারের আয়োজন করে যাচ্ছে । শীঘ্রই শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে খেলার মাঠ ব্যবহার করতে পারে সেজন্য একটি গেইটের ব্যবস্থা করা হবে।