ঢাবির জিয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের


ঢাবি টাইমস | Published: 2020-02-14 03:25:33 BdST | Updated: 2024-05-12 22:34:55 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রোভোস্ট অধ্যাপক জিয়া রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ছাত্রনেতাদের সাথে সভা হলে সেখানেই পোস্টের কথা শিক্ষার্থীদের পছন্দ না হয় তারা এক দফা দাবি দিয়ে সভা থেকে বের হয়ে।

বৃহষ্পতিবার  সকাল থেকে হল অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জিয়াউর রহমান হল সংসদের জিএস হাসিবুল ইসলাম শান্ত বলেন, শিক্ষার্থীরা এর আগেও স্যারের দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার আন্দোলন ও বিভিন্ন দাবি-দাওয়া করেছে কিন্তু তিনি কোনো দাবি আমলে নেননি। জিয়া হলের দুই ব্লকের দুই পাশে চারটি করে মোট আটটি রুম দখল করে আছে হলের স্টাফরা। আমরা সেগুলো সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছেড়ে দেয়ার জন্য স্যারের কাছে একাধিকবার আবেদন করেছি। কিন্তু স্যার আমাদের দাবি মানেন নি। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে এটি খুবই জরুরি ছিল।

তিনি আরো বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় কী ধরনের খাবার রয়েছে তা গতকাল রাতে স্যার আমাদেরকে জানিয়েছেন। কিন্তু দিয়েছেন অন্য ধরনের খাবার। এক ধরনের টি-শার্ট দেয়ার কথা বলে দিয়েছেন অন্য ধরনের টি-শার্ট। যেটি সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা। যেহেতু তিনি বারবার একই ধরনের কার্যকলাপ করে আসছেন তাই আমরা তার ওপর আর আস্থা রাখতে পারছি না। সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পদত্যাগ না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

হলের প্রভোস্ট অধ্যাপক জিয়া রহমানকে ফোন দিলে তিনি ঝামেলার মধ্যে আছেন বলে জানান।

শিক্ষার্থীরা বর্তমানে একদফা  দাবির আন্দোলনে রয়েছেন ।তাদের একটাই দাবি পূরণের পথে।