বসন্তের দিনে কার্জন হলে ভালোবাসার বিতর্ক


ঢাবি টাইমস | Published: 2020-02-14 10:18:34 BdST | Updated: 2024-05-12 18:50:22 BdST

"আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে!"

ঋতুচক্রের পরিক্রমায় আবারও ফিরে এলো বসন্ত। বসন্তকে বরণ করে নিতে তাই প্রকৃতির মত প্রস্তুত আমরাও। সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথমবারের মত পহেলা ফাল্গুনে বসন্তের আগমনী বার্তার সাথে যুক্ত হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবসের উষ্ণতা। আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারো মেতে উঠবে বসন্তের রঙে, ভালোবাসার মূর্ছনায়।

উদযাপনে সবার সাথে শামিল হতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করছে 'বসন্ত ভালোবাসায়'। প্রেমিক প্রেমিকার জুটি বিতর্ক, আবৃত্তি সহ থাকছে শিক্ষার্থীদের নানা পরিবেশনা।

ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন জানান, গান নিয়ে থাকবে ব্যান্ড কৃষ্ণপক্ষ, অবলিক, আপনঘর সহ অনেকে। মোহনীয় সৌন্দর্য আর প্রাণচাঞ্চল্যে সদা রঙিন কার্জন হল প্রাঙ্গণে মনোরম আয়োজনটি উপভোগ করার জন্য সবাই আন্তরিকভাবে আমন্ত্রিত।