স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের


ঢাবি টাইমস | Published: 2020-02-14 11:02:46 BdST | Updated: 2024-05-12 19:00:57 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র বা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একই আহ্বান জানিয়েছে ডাকসুও। আর উপাচার্য বলছেন, অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার পর, ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৩শে জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বুধবার এ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাথে বৈঠক করে কমিশন। বৈঠকে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীরা বলছেন, সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য বিনষ্ট করবে। সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছে ডাকসুও।

ডাকসু এজিএস সাদ্দাম হোসেন বলেন, স্বাধীনভাবে শিক্ষার্থী বেছে নেয়ার যে অধিকার আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির রয়েছে এবং আমাদের বিষয়ের যে বৈচিত্র রয়েছে। আমি মনে করি, সার্বিকভাবে সমন্বিত ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রতি উৎকর্ষতার সঙ্গে সাংঘর্ষিক।

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, সমন্বিত পরীক্ষা নিতে হলে প্রায় পাঁচ-ছয় লাখ পরীক্ষার্থীদের একসঙ্গে পরীক্ষা নিতে হবে। এজন্য তাদের পরীক্ষা কেন্দ্র অবশ্যই ঢাকার বাইরে করতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নফাঁস কিংবা অসুদপায় অবলম্বনের যথেষ্ট সুযোগ থাকবে।

অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার পর, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, প্রক্রিয়া, নীতিমালা এবং সামগ্রিক কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল।

বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য ও স্বায়ত্তশাসন সমুন্নত রেখেই সব সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান উপাচার্য।