‘বৈশ্বিক পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তা হতে হবে’


Dhaka | Published: 2020-12-22 03:37:07 BdST | Updated: 2024-05-19 23:51:21 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈশ্বিক পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি সৃজনশীলতা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার প্রতি মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ‘ম্যানেজমেন্ট অব ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি: ভিশন ২০৪১’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাবি, বিশেষ করে আইবিএ দক্ষ গ্রাজুয়েট তৈরি করে চলেছে।

আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যারিস্টার নিহাদ কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামস্ রহমান।

সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।