ঈদের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-10 15:20:33 BdST | Updated: 2024-05-14 19:21:03 BdST

ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলেছে। রোববার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

প্রভাষ কুমার কর্মকার জানান, গত বৃহস্পতিবারই ছুটি শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার থেকেই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে হলে ফিরতে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট, মেইন গেট, বিনোদপুর গেটে শিক্ষার্থীদের ফেরার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো। ব্যাগ-বুচকা নিয়ে তারা হলে ঢুকছেন। আর নিরাপত্তার স্বার্থে হলের আইডি কার্ড ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না।

এ বিষয়ে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম বলেন, হল খোলার পর থেকে আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যেন কোনো বহিরাগত কেউ হলে ঢুকে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। এ জন্য তিনি হলের আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করনে।

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে গত ২৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়।

পিআই/ ১০ সেপ্টেম্বর ২০১৭