৭ দিনের চীন সফরে রাবি উপাচার্যসহ এক প্রতিনিধিদল


Abu Saleh Shoeb | Published: 2024-05-12 22:41:19 BdST | Updated: 2024-07-27 10:00:33 BdST

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা স্থাপনের লক্ষ্যে ৭ দিনের চীন সফরে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ এক প্রতিনিধিদল। রবিবার (১২ এপ্রিল) বেলা আড়াইটায় প্রতিনিধিদলটি চীনের উদ্দেশ্যে তাঁরা ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধিদলের সদস্যরা হচ্ছেন ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান।

উপাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধিদল ১৩ ও ১৪ মে চীনের হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কে আলোচনা এবং রাবিতে একটি কনফিউসিয়াস ইনস্টিটিউট স্থাপনের উচ্চবিষয়ে স্মারকপত্র হস্তান্তর করবেন। ১৬ থেকে ১৮ মে বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজেজ এডুকেশন ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং পিকিং বিশ্ববিদ্যালয় ও সিনহুয়া বিশ্ববিদ্যালয়সহ বেইজিংয়ে অবস্থিত অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। ১৯ মে প্রতিনিধিদলটি দেশে ফিরে আসবে।

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে বলেন, বর্তমান প্রশাসন র‌্যাংকিংয়ের বিষয়ে খুবই সচেতন। এজন্য চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কাজ করছি যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আমরা সবাই জানি, চীন প্রযুক্তির দিক দিয়ে কত এগিয়ে! রাবিতে একটি কনফিউসিয়াস ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। মূলত এজন্যই উপাচার্য চীন সফরে গেছেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে চীন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি আসবে এবং এখান থেকেও প্রতিনিধি যাবে। এভাবে আমরা গবেষণায় আরো এগিয়ে যেতে পারব বলে আশা করছি।