ঢাবির হলে অভিযান, রুম সিলগালা, আটক ৫


এম এ লতিফ | Published: 2021-06-27 05:31:32 BdST | Updated: 2024-05-17 09:22:33 BdST

"হল বন্ধ থাকা সত্ত্বেও অনেকে হলে অবস্থান করছেন" এ সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ও এসএম হলে রেড দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। 

তিনি জানান, জহুরুল হক হলের ৩০১, ২, নম্বর রুম সিলগালা করা হয়েছে এবং ক্যাম্পাসে কোন কারন ছাড়াই ঘুরঘুর করায় টিএসসি এলাকা থেকে ৫ জনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।  এদের সবাই অনেকটাই মাদকাসক্ত বলে তিনি জানিয়েছেন। 

শনিবার রাত সাড়ে দশটার দিকে এ অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

এদিকে জানা গেছে, হলে অবস্থার করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও অনেকেই এসএম হল ও জহুরুল হক হলে অবস্থান করছেন। তারই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

জানা গেছে সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে।