জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মেয়াদ বৃদ্ধি


Jagannath University | Published: 2021-08-02 18:24:13 BdST | Updated: 2024-05-20 00:46:43 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ড. মোস্তফা কামালের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

তিনি বলেন, গত ২৫ জুলাই প্রক্টর ড. মোস্তফা কামালের দুই বছর মেয়াদের দায়িত্ব শেষ হয়। পরেরদিন কর্তৃপক্ষের আদেশে নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মোস্তফা কামাল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।