বেরোবিসাসের সভাপতি শিপন সাধারণ সম্পাদক হিমেল


Abul Khair Jajid | Published: 2024-02-06 15:52:03 BdST | Updated: 2024-07-27 06:51:41 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (বেরোবিসাস) ২০২৫-২০২৫ কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মোবাশ্বের আহমেদ শিপন (ঢাকা পোস্ট প্রতিনিধি) ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান হিমেল (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দ্বিতীয় তলায় সমিতির সদস্যদের উপস্থিতিতে নির্বাচন হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী।

কমিটিতে অন্যন্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ( ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক রাইজিং বিডির  (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক কামরুজ্জামান পুলক ( ঢাকা মেইল), কোষাধ্যক্ষ আল আমিন সাদিক সায়েম। কার্যনিবাহী সদস্য হিসাবে আছেন, আবুল খায়ের জায়ীদ ( যুগের আলো) , মোঃ ইমন আলী ( নয়া শতাব্দী) এবং একটি কার্যনিবাহী পদে কেউ নির্বাচন না করায়, এই পদ খালি রয়েছে।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব ( উপ- রেজিস্টার) মোঃ আলী হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকীবলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা আশাকরি সাংবাদিক সমিতি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবে।

নব-নির্বাচিত সভাপতি শিপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক হিমেল বলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।