কুবির শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৪ প্রার্থী


Desk report | Published: 2024-02-19 18:04:41 BdST | Updated: 2024-09-15 18:25:46 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ১৪ প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন নির্বাচন কমিশনারদের সাক্ষরিত প্রাথমিক ফলাফলের তালিকা থেকে এই তথ্য জানা যায়।

১৫ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের নীল দলের ১৪ জনকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে নীল দল সমর্থিত মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং স্বতন্ত্র প্রার্থী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিনের মধ্যে আজকের (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঘোষিত প্রাথমিক বিজয়ীদের মধ্যে সভাপতি পদে ড. মো. আবু তাহের এবং সহ-সভাপতি হিসেবে ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং মো. তোফায়েল হোসেন মজুমদার। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ড. মাহমুদুল হাছান, কোষাধ্যক্ষ পদে মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ড. জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নেন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মো. শামিমুল ইসলাম, ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, ড. মো. শাহাদাৎ হোসেন, স্বর্ণা মজুমদার এবং মাহমুদুল হাসান রাহাত নির্বাচিত হয়েছেন।

এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. রেজাউল করিম বলেন, একটি প্যানেল থেকে আমরা ১৫ জনের নাম দিয়েছি আরেকজন স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে। একটা পদে আমরা প্রতিদ্বন্দ্বী পেয়েছি। শুধু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকী পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রাথমিকভাবে ১৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–জামায়াত সমর্থিত সাদা দল এবারের শিক্ষক সমিতির নির্বাচন বয়কট করেছেন।