কুয়েট: টেকসই উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ-বিলটেক ফেস্ট ৫.০ অনুষ্ঠিত


Kuet | Published: 2024-03-01 11:23:36 BdST | Updated: 2024-09-12 22:36:07 BdST

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের সৌজন্যে গত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ এ ৫ম বারের মতো আয়োজিত হলো পুরকৌশল ও উন্নয়ন বিষয়ক জাতীয় প্রতিযোগিতা "বিলটেক ফেস্ট ৫.০"।

নির্মাণ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিশ্লেষণের অনন্য এই আয়োজনে ছিল অটোক্যাড, ভিজ্যুয়াল রেন্ডারিং, টেকনিক্যাল রাইটিং, পোস্টার প্রেজেন্টেশন সহ ম্যানেজমেন্ট ও বলবিদ্যা বিষয়ক ছয়টি ভিন্নধর্মী সেগমেন্ট, যাতে অংশগ্রহণ করে বুয়েট, চুয়েট, রুয়েট, শাবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পড়ুয়া শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করে সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ; আয়োজনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ।

অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানের সভাপতি ও সুবিশাল কর্মযজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান মো. ইকরামুল হক । তিনি রাষ্ট্রের উন্নয়নের ইঞ্জিনিয়ারদের সততা ও দেশাত্মবোধের ওপর গুরুত্বারোপ করেন৷

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।