বেইলি রোডের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক


Aslam Begg | Published: 2024-03-02 22:47:09 BdST | Updated: 2024-12-10 04:45:31 BdST

রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

১ মার্চ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুসার কান্তি শাহা ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে গভীর প্রকাশ করেন।

শোক বিবৃতিতে এ দুর্ঘটনাকে বেদনাদায়ক ও মর্মান্তিক উল্লেখ্য করে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫১ মিনিটের দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।