পবিপ্রবি'র বিজনেস প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মার্ভেলাস মার্কেটিং


Shafiqul Islam | Published: 2024-03-03 20:28:26 BdST | Updated: 2024-12-10 23:03:51 BdST

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুর ২টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এইএস স্পার্টানস এবং মার্ভেলাস মার্কেটিং এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় এইএস স্পার্টানসকে ১৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে গত সিজনের চ্যাম্পিয়ন দল মার্ভেলাস মার্কেটিং।

শুরুতে টসে জিতে এইএস স্পার্টানসকে ফিল্ডিংয়ে পাঠায় মার্ভেলাস মার্কেটিং। প্রথমে ব্যাট করতে নেমে ১২৯ রানের পাহাড়সম টার্গেট দেয় মার্ভেলাস মার্কেটিং। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সমর্থ হয় এইএস স্পার্টানস। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল বাশার খান।

অধ্যাপক বাশার বলেন, খেলায় হার-জিত সবসময় থাকবে, কিন্তু হার-জিতকে পার করে মূলত বিনোদন ও শরীরচর্চার মাধ্যম হিসেবে খেলাধুলাকে গ্রহণ করতে হবে। এ সময় তিনি খেলা সংশ্লিষ্ট সকলকে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এমন সুন্দর আয়োজন করার জন্য। অভিনন্দন জানান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে।

এরপর রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা ডিনের হাত থেকে পদক ও ট্রফি গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি এমএসটি স্ট্রাইকার্স ও মার্ভেলাস মার্কেটিং এর খেলার মাধ্যমে পর্দা উঠেছিলো বিজনেস প্রিমিয়ার লীগ-২০২৪ এর।