রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ১


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-10-23 16:40:24 BdST | Updated: 2024-05-20 21:27:19 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (স্নাতক) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী পরীক্ষার প্রথমদিন রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে প্রথম শিফটে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর।

জালিয়াতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান বলেন, ‘ ই-১ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরিক্ষায় দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২২৫ নম্বর রুমে ১৮১৬৬ রোলের শিক্ষার্থী ছিলেন আব্দুল মতিন। তার (মতিন) প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয় জালিয়াতি চক্রের সদস্য রবিউল ইসলাম। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকগণ তার ছবি দেখে সন্দেহ হলে আমাকে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সত্যতা পাওয়ায় মতিহার থানা পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে মতিহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মেহেদী হাসান জানান, ‘জালিয়াতির অভিযোগে রবিউল নামের জালিয়াতী চক্রের সদস্যকে আটক করেছি। থানায় জিজ্ঞাসাবাদ চলছে। সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

রোববার দুই ইউনিটের পরীক্ষা ৫ শিফটে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন শিক্ষার্থীর পরীক্ষা সকালে ও কলা অনুষদের (এ ইউনিট) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন শিক্ষার্থীরা বিকেলে পরীক্ষায় অংশ নেয়।

রোববার সকালে ভর্তি পরীক্ষার প্রথমদিনের হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পূন্ন করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক আছে।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ৯টি অনুষদের ৫৭ বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অধীনে চার হাজার সাতশ’ আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার একশ’ ২০ টি শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

টিআই/ ২৩ অক্টোবর ২০১৭