ছাত্রলীগের সমাবেশের মাইক দেওয়া হয়েছে বুয়েটের দিকে


Desk report | Published: 2024-03-31 14:26:37 BdST | Updated: 2024-05-13 21:32:38 BdST

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরাধী সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করছে ছাত্রলীগ।

রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এই সমাবেশ শুরু হয়। সরেজমিনে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্রলীগের অন্য যেকোন সমাবেশের তুলনায় আজকের সমাবেশে অধিক সংখ্যক মাইক ব্যবহার করা হয়েছে।

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পলাশী পর্যন্ত রাস্তার পাশ দিয়ে স্বল্প দূরত্বে বৈদ্যুতিক খুঁটিতে মাইক লাগানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনার হতে বকশীবাজার মোড় গামী বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাঝের রাস্তায় একই ভাবে মাইক লাগানো হয়েছে। এসবের মধ্যে অধিকাংশ মাইক দেওয়া হয়েছে বুয়েটের দিকে।

ধারণা করা হচ্ছে আন্দোলনকারী বুয়েট শিক্ষার্থীদের ছাত্রলীগের সমাবেশে নেতাদের বক্তব্য শোনাতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

এর আগে গত ২৮ মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে শুক্রবার (২৯ মার্চ) দুপুর থেকে ৬দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারন শিক্ষার্থীরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করেছে বুয়েট প্রশাসন।

উল্লেখ্য বর্তমানে বুয়েটে সব ধরনের ছাত্ররাজনীতি এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

সূত্র : জাগো নিউজ