বশেমুরবিপ্রবি ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিট


Arafat Alam | Published: 2024-04-01 16:27:59 BdST | Updated: 2024-09-12 20:40:48 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানব ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের ১.৫ ক্রেডিটের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন করা হয়েছে। বিভাগটি ইন্ডাস্ট্রি ভিজিট করতে কুষ্টিয়ার বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রি লিমিটেডে গিয়েছিলেন।

রবিবার ভোর ৬.৩০ টায় তারা ট্রেনে করে ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য রওনা দেন এবং রাত ১০ টার দিকে তারা ভিজিট সম্পন্ন করে ক্যাম্পাসে ফিরেন। যাতায়াত ব্যবস্থা হিসেবে গোপালগঞ্জ টু রাজশাহী যাতায়াতকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ একটি বগি রিজার্ভ নেওয়া হয়।

উক্ত ট্যুরে উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান তন্ময় বর্ম্মন, প্রভাষক মোঃ নাহিদুজ্জামান, এসএম মাসুদুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান সঞ্জয় কুমার এবং ২০১৮-১৯ সেশনের ৭১ জন শিক্ষার্থী।

সম্পূর্ণ ইন্ডাস্ট্রির প্রতিটি ডিপার্টমেন্টের কাঁচামাল সংগ্রহ,উৎপাদন এবং বিপনন প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং ঘুরে দেখান মোঃ কামরুজ্জান,পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিস লিঃ।

ভিজিট শেষে বিভাগটির চেয়ারম্যান তন্ময় বর্ম্মন বলেন,"ইন্ডাস্ট্রি ভিজিটে তোমাদের জন্য রয়েছে ১.৫ ক্রেডিট। তাই সবাইকে নিয়ে ভালো মানের একটি ইন্ডাস্ট্রি ভিজিট করতে সক্ষম হয়েছি। আশা করছি তোমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা মিনিমাম জ্ঞান অর্জন করেছো।"