১৯ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি


Desk report | Published: 2024-04-01 17:27:47 BdST | Updated: 2024-11-12 09:08:32 BdST

জুমাতুল বিদা, শবে-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১৯ দিনের জন্য বন্ধ থাকবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

সোমবার (১ এপ্রিল) নোবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। যদিও বন্ধের পরের দু-দিন (শুক্র-শনিবার) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছে ১৯ দিন।

তবে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৩ এপ্রিল (বুধবার) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত (১৪দিন) বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।