জবির আইন বিভাগের নতুন চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহ


Desk report | Published: 2024-04-02 18:56:23 BdST | Updated: 2024-12-10 23:34:56 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ। সোমবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্‌কাস ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহকে পরবর্তী তিন বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ১ এপ্রিল পূর্বাহ্ন থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ ২০২২ সালের ১৬ জুন থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।