জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান এবং জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ অনিক।
মঙ্গলবার (২১ মে) বিকালে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ডিবেটিং সোসাইটির সাবেক ভিপি ফিরোজ আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সদ্য সাবেক কমিটির ভিপি মাহমুদুল রাফিক, জিএস রুমন হাসানসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জেএস সাদমান জামান, সাংগঠনিক সম্পাদক পদে ইসরাত জাহান আনিলা (কলা অনুষদ), সালমান সাদিক উচ্ছ্বাস (বিজ্ঞান অনুষদ), মোমিন খান (ব্যবসায় প্রশাসন অনুষদ), নওশীন তাবাসসুম (সামাজিক বিজ্ঞান অনুষদ), মোঃ সালেহীন সাত্তার অন্তর (আইন অনুষদ), দপ্তর সম্পাদক মোঃ হাসিবুর রহমান, অর্থ সম্পাদক মেহেদি হাসান রনি এবং প্রচার সম্পাদক হিসেবে মুকিতুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
এছাড়াও হল সেক্রেটারি হিসেবে সৃজন আচার্য (অগ্নিবীণা হল), মো: শুভ ইসলাম (বঙ্গবন্ধু হল), সারা বিনতে সাদিক (দোলনচাঁপা হল) এবং আতিয়া শারমিলা আঁখি (বঙ্গমাতা হল) দায়িত্ব পেয়েছেন।