
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসন কর্তৃক আলোচনার প্রস্তাব নাকচ করে উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১৩ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার (২৬ মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ ব্যাপারে শিক্ষক সমিতির দুলাল চন্দ্র নন্দী বলেন, 'এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। এ কর্মসূচি চলছে এবং চলবে। উপাচার্যের অনভিজ্ঞতা ও অদক্ষতার ফলে বিষয়টিকে উনি যে পর্যায়ে নিয়ে এসেছেন, উনার পদত্যাগ এবং অপসারণ ছাড়া সমাধান সম্ভব না। উনি পদত্যাগ করলে কালকে থেকেই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলবে।'
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।