টেলিটকের ত্রুটিতে বিপাকে বেরোবির ভর্তিচ্ছুরা


বেরোবি টাইমস | Published: 2017-11-12 23:19:56 BdST | Updated: 2024-05-17 19:24:31 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি আবেদন প্রক্রিয়ায় টেলিটকের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়েও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মুঠোফোনে টেলিটক সিমের মাধ্যমে ২০ সেপ্টেম্বর ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। তবে শেষদিন ১০ নভেম্বর ভর্তি আবেদন করেও যান্ত্রিক ত্রুটির কারণে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা।

২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ছয়টি ইউনিটের ২১টি বিভাগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোটা বাদে এ বছর এক হাজার ৩১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ৯০৬ জন ভর্তিচ্ছু।

আবেদনকারী শিক্ষার্থীরা জানান, ১০ নভেম্বর রাত ৮টার পর থেকেই এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

নির্ধারিত সময় ভর্তি আবেদন করলেও ভর্তি আবেদন ‘সময় শেষ’ বলে রাত ১২টার পর এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। যান্ত্রিক ত্রুটি বিষয়টি বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তি সংক্রান্ত ফেসবুক পেজে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদন ব্যর্থ শিক্ষার্থীরা। এতে আবেদন সময় বাড়ানোর জন্য বঞ্চিতদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানিয়েছেন আহসান হাবিব সাব্বির নামের এক ভর্তিচ্ছু।

এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আবদেনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বেরোবি শিক্ষার্থী বায়েজিদ আহমেদ লিখেছেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আবেদনের সময়সীমা বাড়িয়ে দেয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, রোববার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা রয়েছে। সেখানে আবেদনের সময়সীমা বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: জাগো নিউজ।

এমএস/ ১২ নভেম্বর ২০১৭