র‌্যাগিং নিষিদ্ধ করল রাবি প্রশাসন


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-31 17:26:03 BdST | Updated: 2024-05-20 20:50:45 BdST

ক্যাম্পাসে যে কোনও ধরনের র‌্যাগিং নিষিদ্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের কোথাও র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রক্টর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এর শিকার শিক্ষার্থীরা মানসিক সমস্যায় পড়েন। বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনও প্রকার র‌্যাগিং করা যাবে না। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদে নবীন শিক্ষার্থীদের উপর র‌্যাগিং নামের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, র‌্যাগিংয়ের শিকার হয়ে গত ২৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ফাহাদ বিন ইসমাঈল নামের এক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে।

আইএইচ/ ৩১ জানুয়ারি ২০১৮