রাবিতে অনুষদ ও বিভাগভিত্তিক ছাত্রলীগের কমিটি ঘোষণা


রাবি টাইমস | Published: 2018-02-05 17:07:37 BdST | Updated: 2024-05-12 22:34:47 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিভিন্ন অনুষদ ও বিভাগে কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫ টি অনুষদ ও ৩৪টি বিভাগে কমিটি দেয়া হয়েছে। এতে আইন অনুষদে সুলতান মাহমুদ শফি সভাপতি ও মিনহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, কলা অনুষদে ইয়াছিন আল মামুন সভাপতি ও হাসান আলী সাধারণ সম্পাদক, সমাজবিজ্ঞান অনুষদে মজিবুল্লাহ রাফি সভাপতি ও শফিউর রহমান রাথিক সাধারণ সম্পাদক, ব্যবসায় শিক্ষা অনুষদের মহিদুল ইসলাম শান্ত সভাপতি ও মনজুরুল আলম ইমন সাধারণ সম্পাদক এবং প্রকৌশল অনুষদের নাজমুল হক মিথুন সভাপতি ও মো. খাইরুল কবির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে গতিশীল করার উদ্দেশ্যে প্রতিটি অনুষদ ও বিভাগে কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত সময়ে দেখেছি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার পরও তাদের মূল্যায়ন করা হয় না। এ লক্ষ্যে গত ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে অনুষদ ও বিভাগসমূহে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেয়া হয়।

টিআই/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮