ঘুমের মধ্যেই না ফেরার দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র


RU Correspondent | Published: 2022-10-09 18:32:59 BdST | Updated: 2024-06-26 16:10:48 BdST

ছুটিতে বাড়িতে গিয়ে নিজ বাসায় ঘুমের মধ্যেই মারা গেলেন শিহাব (২১) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্র।

শনিবার (৮ অক্টোবর) নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। রোববার (৯ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় মসজিদে শিহাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আসাদুজ্জামান নূর শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিহাবের বড় ভাই মামুন। তিনি জানান, শিহাব প্রতিদিনের মতো একা ঘুমাতে যান রুমে। প্রতিদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু আজ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও ঘুম থেকে উঠছিলেন না। তাই শিহাবের মা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন বিছানায় শিহাবের নিথর দেহ পড়ে আছে।

তার সহপাঠী শাখাওয়াত মিরাজ বলেন, এমন একটা সংবাদ আমাকে শুনতে হবে ভাবতে পারিনি। নিজেকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না। এ সংবাদ শোনার পর কিছুক্ষণের জন্য হৃৎস্পন্দন বন্ধ ছিল। শিহাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বন্ধু ছিল আমার।