রাবিতে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে তরুণীসহ আটক ১২


Abu Saleh Shoeb | Published: 2024-06-09 22:16:40 BdST | Updated: 2024-06-23 09:26:19 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শিক্ষার্থী ও তরুণীসহ ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ জুন) রাতে চারুকলা ও কৃষি অনুষদ এলাকা থেকে আটক করা হয় তাদের। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিরাগত তিন জোড়া তরুণ-তরুণী আটক হয়েছেন। আর মাদক সেবনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছে গাঁজা ও মাদক প্রস্তুতের উপকরণ পাওয়া গেছে। তাদের মধ্যে কলেজশিক্ষার্থী ও চাকরিজীবীও আছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার বলেন, রাতে প্রক্টরিয়াল টিমের নিয়মিত টলের সময় চারুকলা ও কৃষি অনুষদ এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনকালে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিষয়ে ব্যবস্থা নিতে তাদের পুলিশে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজের বক্তব্য জানা যায়নি। এর আগে গত ৭ জুন হেরোইন ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ মে আরেক যুবক গাঁজাসহ গ্রেপ্তার হয়।