রাবিতে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলার’ উদ্বোধন


RU Correspondent | Published: 2022-10-18 03:31:16 BdST | Updated: 2024-06-26 16:21:58 BdST

সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্ন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা ২০২২’ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাবির শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে মেলার উদ্বোধন করেন ভারতের লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত।

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কবি-অধ্যাপক জুলফিকার মতিন ও চিহ্ন পত্রিকার সম্পাদক অধ্যাপক শহীদ ইকবালসহ আরও অনেকে।

উদ্বোধন অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ বলেন, চিহ্নমেলার এই পঞ্চম আসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মিলনমেলার নাম চিহ্ন দেওয়াতে আমার খুব ভালো লেগেছে। এই চিহ্ন আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন, আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন।

 

কবি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এখানে এসেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকেও অনেক সাহিত্যপ্রেমী শামিল হয়েছেন এই চিহ্নমেলায়। এই উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।

এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের লেখক ও লিটলম্যাগ সম্পাদক আলী প্রয়াসের সাহিত্য পত্রিকা ‘তৃতীয় চোখ’। অপরদিকে কলকাতার কবি ও লিটলম্যাগ সম্পাদক অমলীন্দ বিশ্বাসের ‘নৌকো’ পত্রিকা।

এদিন, সকাল সাড়ে ১০টায় চিহ্নমেলা মুক্তবাঙলা ২০২২ এর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাহিত্যবিষয়ক ভারতের ৭০টি ও বাংলাদেশের ১০০টি ছোটকাগজ ও পত্রিকার কর্মী-সম্পাদক-লেখক-পাঠক অংশ নেন। ১৭০টি লিটলম্যাগ, ১০৫টি পত্রিকা, দুই শতাধিক স্টল ও পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মিলনে রাবি ক্যাম্পাস চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এছাড়া, মেলার দ্বিতীয় দিন শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি: ‘দ্বৈরথ ও দ্বন্দ্ব’ আড্ডার মাধ্যমে। আসরে বসবেন সন্দীপ দত্ত, হোসেনউদ্দীন হোসেন, নারায়ণ রায়, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির ও মনজু রহমান। বিকেলে রাহেল রাজীবের সঞ্চালনায় থাকছে ‘গদ্য আখ্যান ও বাঙলার গ্রামীণ জীবন’ নামে পর্ব। এতে কথা বলবেন কানাই সেন, তারেক রেজা, এম আবদুল আলীম, মাসুদুল হক ও কাজী রাফি।