রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন ১২ নভেম্বর


RU Correspondent | Published: 2022-10-27 02:13:35 BdST | Updated: 2024-06-29 10:26:48 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

সম্মেলনের বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনূ বলেন, রাবি ছাত্রলীগ সম্মেলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ১২ নভেম্বর সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে দায়িত্বশীলদের হাতে নতুন দায়িত্ব তুলে দিতে চাই।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করবো। কিন্তু রাবির মতো জায়গায় সম্মেলন হওয়াটা খুবই জরুরি। তাই আমরা সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিই।

এর আগে, রোববার (২৩ অক্টোবর) নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সর্বশেষ ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়।