রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা জালিয়াতিতে (প্রক্সি) জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তিনি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৩ জুন) ইতিহাস বিভাগের ৪০৮ নম্বর কোর্সের ওপর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। আগামী ৭ জুন ৪১১ নম্বর কোর্সের পরীক্ষা আছে তার।
বিষয়টি নিশ্চিত করে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, হাসিবুল ইসলাম শান্ত ম্যাজিস্ট্রেট বরাবর পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিল। ম্যাজিস্ট্রেট তার আবেদন গ্রহণ করার পর বিষয়টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে জানান। পরীক্ষা নিয়ন্ত্রক উপাচার্যের সঙ্গে কথা বলার পরে শান্ত পরীক্ষা দিতে পারবে বলে আমাদের জানালে আমরা আমরা সেটার ব্যবস্থা করেছি। মূলত, আইন অনুযায়ীয়ই গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারাগারে থেকে পরীক্ষা দিতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী ও রাবি প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী হাসিবুল ইসলাম শান্তকে আটক করে। এরপরদিন ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাদি হয়ে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে হাসিবুল শান্ত প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পরেও তার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ছাত্রলীগ।
শান্তর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রক্সি জালিয়াতির সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।