চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা: রিজভী


Abu Saleh Shoeb | Published: 2024-11-28 19:49:40 BdST | Updated: 2024-12-04 03:36:06 BdST

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতার হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল তারা?

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী আরো বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটির মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তবর্তী সরকার তার মূল দায়িত্ব যে অতিসত্বর নির্বাচন দেওয়া সেটির চেয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের শতাধিক নেতা নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়েছেন। তারেক রহমানের নির্দেশে ৩৮টি মনিটরিং টিম শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আধুনিক রাজনীতির রোডম্যাপ তৈরি করা হবে। নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় আবাসন সংকট, কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় 'মহানায়ক জিয়াউর রহমান' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।