অনুষদ ও বিভাগ পর্যায়ে কমিটি দিচ্ছে রাবি ছাত্রলীগ


রাবি টাইমস | Published: 2017-11-30 20:42:01 BdST | Updated: 2024-05-20 23:10:24 BdST

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে পাঁচটি অনুষদ ও অনুষদ অন্তর্গত ৩৪টি বিভাগ পর্যায়ে কমিটি দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরই মধ্যে ওইসব অনুষদ ও বিভাগে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহবান জানানো হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা, প্রকৌশল, আইন, ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞানসহ মোট ৫টি অনুষদ এবং অনুষদগুলোর অন্তর্গত মোট ৩৪টি বিভাগে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুষদ ও বিভাগসমূহে পদ প্রত্যাশীদের ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী এক সপ্তাহ জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে। পরে যাচাই বাছাই শেষে ধারাবাহিকভাবে কমিটি ঘোষণা করা হবে।

টিআই/ ৩০ নভেম্বর ২০১৭